আজ বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজার চেক ডিসঅনার মামলায় সাজাপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার

editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ণ
মৌলভীবাজার চেক ডিসঅনার মামলায় সাজাপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার

Sharing is caring!

জাফর ইকবাল মৌলভীবাজার,

মৌলভীবাজার চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পালাতক এক আসামিকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার পুলিশ। সদর উপজেলার রঘুনন্দন পুর এলাকা থেকে সোমবার দুপুরে মোঃ আজাদুর রহমান (৫০)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আজাদুর রহমান সদর উপজেলার রঘুনন্দন পুর গ্রামের মৃত আছদ্দর আলূর ছেলে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৭ সালে মৌলভীবাজার যুগ্ম দায়রা জজ ১ম আদালতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার দায়ের করা এনআই অ্যাক্টে (চেক ডিসঅনার) মামলায় সাজা ও অর্থ দন্ডের আদেশ হয়েছে।

এদিকে মৌলভীবাজার যুগ্ম দায়রা জজ ১ ম আদালতের মামলার সুত্রে জানাযায়, ২০১২ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখা থেকে তৌহিদ ডেইরি ফার্মের নামে মো: আজাদুর রহমান ঋন গ্রহন করেন। যথা সময়ে ঋন পরিশোধ না করায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ বাদী হয়ে ২০১৭ সালে মৌলভীবাজার যুগ্ম দায়রা জজ আদালতে মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালে আদালত তার বিরুদ্ধে ৯ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৯ লাখ ১২ হাজার ৪ শত টাকা অর্থদণ্ডের রায় দেন। আজাদুর রহমান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন তিনি। মৌলভীবাজার মডেল থানার পুলিশ তাকে সোমবার ১৮ নভেম্বর দুপুরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

এব্যাপারে মৌলভীবাজার মডেল থানার এএসআই পবিত্র বলেন, মৌলভীবাজার সদর উপজেলার রঘুনন্দন পুর এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি মোঃ আজাদুর রহমান ১৮ নভেম্বর তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পালাতক আসামী।