আজ শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নারীদের ক্ষমতায়ন জরুরি

editor
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৪, ০৭:০৭ অপরাহ্ণ
নারীদের ক্ষমতায়ন জরুরি

Sharing is caring!

টাইমস নিউজ 

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে অংশগ্রহণ করেছেন। এ কারণে তারা নানা রকম নির্যাতনের শিকারও হয়েছেন। অনেকে আহত হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আহতদের অনেকের চিকিৎসা এখনো করতে পারছেন না। রাষ্ট্র কাঠামোতে নারীদের অংশগ্রহণ খুবই কম। অনেক জায়গায় থাকলেও তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। বিপ্লবের চেতনার আলোকে নারীদেরও সমানভাবে ক্ষমতায়ন করতে হবে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘নারীরা কোথায় গেল?’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন চব্বিশের জুলাই আন্দোলনে অংশ নেওয়া কর্মজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের নারীরা। ‘লড়াকু ২৪’ নামের একটি সংগঠন এই সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন নানা অভিজ্ঞতা তুলে ধরেন তারা।

বক্তারা বলেন, আন্দোলনে সশরীরে নরীরা যুক্ত হওয়ার পাশাপাশি অনলাইন, অফলাইনে ঘরে-বাইরে, প্রবাসে সবক্ষেত্রে তারা অবদান রেখেছেন। সন্তানের পাশে মায়েরা রাজপথে যেমন স্লোগানে-মিছিলে থেকেছেন, তেমনি কোনো কোনো নারী খাবার, আশ্রয়, চিকিৎসা, সাহস, অর্থ সাহায্য দিয়ে পাশে থেকেছেন।

সংলাপে বক্তব্য রাখেন- শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নিপু, সামিয়া জান্নাত, শ্রমিক নেত্রী সাবিনা, নারী নেত্রী মিথিলা, শহিদ নাঈমা সুলতানার মা আইনুন নাহার, ডা. অর্থি জুখরিফ, ডা. হৃতিশা আক্তার মিথেন, সাংবাদিক শামীমা সুলতানা লাবু, নুসরাত জাহান টুম্পা, শিক্ষার্থী সুমাইয়া রিশু প্রমুখ।