আজ বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় জাপানি এনিমে ভক্তদের একটি দিন – এনিমেকন।

editor
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ণ
ঢাকায় জাপানি এনিমে ভক্তদের একটি দিন – এনিমেকন।

Sharing is caring!

তাশফী মাহমুদ

আগামী ২৯শে নভেম্বর, ২০২৪ ইং মোহাম্মদপুরের টোকিও স্কয়ারে আয়োজন হতে যাচ্ছে জাপানের বিশ্বখ্যাত পপ-কালচারের অন্যতম উদাহরণ “এনিমে” এর বাংলাদেশী ভক্ত, অনুসরণকারীদের একটি মিলনমেলা “yuki matsuri 2024″, যার আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশে বেশ কয়েকটি এনিমে ও মাঙা পপকালচার নিয়ে অনুষ্ঠান আয়োজনকারী সংস্থা ” Animecon Dhaka”।

জাপানী সংস্কৃতির এনিমে ও মাঙা (বিশেষায়িত কার্টুন বা এনিমেশন) এর বেশ বড় একটি ভক্ত সম্প্রদায় বাংলাদেশে রয়েছে। যাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য ও সৃজনশীলতার পরিবেশ সৃষ্টি করতে এমন আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। Star Cineplex এর সার্বিক সহযোগিতায় টোকিও স্কয়ারের লেভেল ৮ এ এই অনুষ্ঠান আয়োজন হবে, যা চলবে সকাল ১১টা থেকে রাত ৯ টা পর্যন্ত। এনিমে নিয়ে আগ্রহী যেকেউ এই লিংকে https://quicket.me/events/yuki-matsuri-2024/ প্রবেশ করে অনুষ্ঠানের টিকেট সংগ্রহ করতে পারবেন। দিনভর এই আয়োজনে থাকবে জাপানী এনিমে ও মাঙা সংশ্লিষ্ট কারাওক, কসপ্লে, আর্ট কালেকশন, ড্যান্স ও অন্যান্য সেগমেন্ট।