আজ শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

 সমর্পণ

editor
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ণ
 সমর্পণ

Sharing is caring!

ফারহানা রহমান

তবে কি আয়নায় লেখা থাকে
শুধুই বিভ্রম
.
সংকেত ভুলে গেলে
কার নাম লিখে রাখ
শেষ চিরকুটে
.
কার কাছে খুঁজে ফেরো
শেষ প্রশ্রয়? ভেবেছ
বিষাদের স্মৃতিগুলো
শুধুই কৌশল! ব্যক্তিগত?
.
অবলীলায় ছুড়ে ফেলো তাই
মানবিক ক্ষত
.
আর জমিয়ে চলেছো
সময়, উপলব্ধির শব
যে নিঃসঙ্গ বাঁশিওয়ালা…
.
সুর নিয়ে চলে গেছে বহুদূর
তাহার পায়ের ছাপ
খুঁজে খুঁজে হারিয়েছি নিজেরই ডানা!
অথচ আঙিনা বদলে যেতেই
.
পড়ে থাকে কিছু ভস্ম
আর কিছু অযাচিত মায়া
.
কষ্ট! কষ্ট! কষ্ট!
ঘিরে থাকে আকণ্ঠ তৃষায়
ভুল সম্পর্কের সমীকরণ!
.
তাই বুঝেছি মুগ্ধতা
কেটে গেলে
জেগে থাকে সংশয়
যা কখনো সমর্পণ নয়।