{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
Sharing is caring!
রাজু সরকার গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। গতকাল (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ হামলা চালানো হয়। এতে যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান (৩৭) গুরুতর আহত হন।
সোমবার (২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
দলের নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসী বাহিনী বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর দলীয় কর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহজাহান মিয়া (৩৭) আহত হন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আওয়ামী সন্ত্রাসীরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
ফুলছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়া বলেন, “ঘটনাটি পুলিশকে অবগত করা হয়েছে এবং আমাদের দলের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
ঘটনার প্রকৃত কারণ এবং হামলাকারীদের চিহ্নিত করার লক্ষ্যে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।