বিজয়ের মাস ডিসেম্বর কেন এমন লাগে আমার I
বিশ্বের বুকে স্বীকৃত প্রাপ্ত এই সোনার বাংলা দেশটার I
মানচিত্রের জন্য যুদ্ধের ইতিহাসের কাহিনী যেন বদলে না যায় আবার I
আশঙ্কার শেষ নাই ভয়ে ভয়ে দিন কাটে কি নুতন আসবে খবর I
যার যার মতো করে ইতিহাস রচনা হয় তাদের শক্তির করে ব্যাবহার I
ক্ষমতার জোরে যে যায় শাসনের নামে করে শোষন এই খেলা চলে বার বার I
স্বাধীনতার জন্য যারা দিয়ে গেছে প্রাণ তাঁদের নাম মিটিয়ে দিতে করছো যে কত মিথ্যাচার I
মিথ্যার কাছে সত্যের হবেনা কখনোই হার দেখো সব শুধুই অপেক্ষা করে সঠিক তার সময়ের I
যাদের রক্তের বিনিময়ে যে সব মা বোনের ইজ্জত লুটিয়ে এই বিজয়ের মুখ দেখেছিলাম তাঁদের বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের I
লক্ষ লক্ষ বাঙালীর আত্মত্যাগের বিনিময়ের এই বিজয়ের পতাকা লক্ষ মা বোনের ইজ্জত লুটিয়ে পাওয়া এই পতাকা লাল সবুজের পতাকা এযে বাঙালির গৌরবরের I