Sharing is caring!
লুৎফর রহমান রিটন
অতীতে বিজয় মাসে/
শহিদের স্মরণে–
মাতঙ্গী উঠতো মেতে/
“ভয় কী মরণে”…
শহিদের রক্ত স্রোতে/
যে বিজয় রচিত–
তাহারই বিমূর্ত রূপ/
পতাকায় খচিত।
এবারের বিজয় মাসে/
শহিদের গান হবে না !?
শিল্পের একাডেমির/
ইতিহাস ম্লান হবে না ?!
২
বিজয় মাসে শিল্পকলার
কী আয়োজন? –কাওয়ালী।
একাত্তরকে মুছতে এলো
কোন সে দেশের মাওয়ালী ?
অটোয়া ১১ ডিসেম্বর ২০২৪