আজ মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব : জামায়াত

editor
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ণ
চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব : জামায়াত

Sharing is caring!

টাইমস নিউজ 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আদর্শের ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী তৎকালীন সরকার কিংবা আওয়ামী লীগের সঙ্গে আপস করেনি।

জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা যুক্তির ভিত্তিতে আমাদের আদর্শ তুলে ধরে বাংলাদেশে ইসলামী সমাজ কায়েম করব ইনশাআল্লাহ।

শনিবার বিকালে চাঁদপুরে হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। কেই যদি চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে যাব, চাঁদাবাজিকে কোনো ধরনের প্রশয় দিব না। এটি বন্ধ হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না। ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়। রাজনীতি এবং চাঁদাবাজি জীবীকা নির্বাহের জন্য হবে না। রাজনীতি হবে মানুষের মুক্তি এবং অধিকার প্রতিষ্ঠার জন্য। জামায়াতে ইসলাম রাজনীতিকে মনে করে ইবাদত। মানুষের সেবা ও কল্যাণ করা হচ্ছে ইবাদত। মানুষ এখন জামায়াতে ইসলামীর আদর্শের দিকে তাকিয়ে আছে।

 

জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামীর প্রতি মানুষের অনেক আশা প্রত্যাশা। তাদের এই প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের সবাইকে সংগঠনের দাওয়াত ও ইসলামের বাণী পৌঁছে দিতে হবে।

 

তিনি বলেন, দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে, তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র আসতেছে। তারা বিভিন্ন চেহারায় আসার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আমি দৃঢ় কন্ঠে উচ্চারণ করতে চাই, বাংলাদেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রতিবেশী আগ্রাসন শক্তি আমাদের কিছুই করতে পারবে না; ইনশাআল্লাহ। আমরা বলেছি দেশের স্বার্থে পতিত স্বৈরাচারি দল ছাড়া সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকব।

 

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকে মো. শাহজাহান মিয়া, সাবেক জেলা আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

 

সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন।

সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।