আজ শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপাসিয়ায় উচ্চ ফলনশীল ধান ও চীনাবাদাম চাষে কৃষকদের মাঠ দিবস 

editor
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ণ
কাপাসিয়ায় উচ্চ ফলনশীল ধান ও চীনাবাদাম চাষে কৃষকদের মাঠ দিবস 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

Sharing is caring!

আকরাম হোসেন হিরন কাপাসিয়া প্রতিনিধিঃ
বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল এবং  রোগ বালাই সহনশীল  বিনাচীনাদাম -৬ জাতের অধিক প্রচার, প্রসার ও সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট,আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুরের আয়োজনে এবং  বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরন প্রকল্পের অর্থায়নে (৫ অক্টোবর) মঙ্গলবার সকালে কাপাসিয়া উপজেলা টোক ও বিকালে রায়েদ ইউনিয়নের ২০০ জন কৃষকগণের অংশগ্রহণে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
গাজীপুর বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র ভারপ্রাপ্ত  কর্মকর্তা ও উধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফরিদ আহম্মেদ সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক  ড.মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা পরিচালক প্রশাসন  ড.মোঃ মঞ্জুরুল আলম মন্ডল, বিনা প্রকল্প পরিচালক  ডঃ মোঃ মাহবুবুল আলম  তরফদার,বিনা উপ প্রকল্প পরিচালক ড. মোঃ আশিকুর রহমান, ডিএই গাজীপুরের অতিরিক্ত  উপপরিচালক সঞ্জয় কুমার পাল,উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, গাজীপুর বিআরআরসি পরীক্ষণ কর্মকর্তা মোঃ আনোয়ারুল  ইসলাম,উপ সহকারী জাহিদ আকন্দ  প্রমুখ।
গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে স্থাপিত প্রয়োগিক  মাঠ পরীক্ষণের  বিনাধান ১৭, বিনাধান২০, বিনাধান ২২, বিনাধান ২৬ এবং ব্রিধান ১০৩ এই পাঁচটি জাতের তুলনামূলক পারফরম্যান্স  সরজমিনে কৃষকদের অবহিত করণ করা হয়।বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুরের তত্ত্বাবধানে প্রত্যক্ষভাবে কৃষকের মাঠে আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে আগত কৃষকগণ বিনার  এ স্বল্প জীবনকালীন ও উচ্চফলনশীল ধান জাতের চাষে ব্যাপক  আগ্রহ  প্রকাশ করেন। যাতে করে কৃষকেরা আমন হারভেস্টের পর অনায়াসে  সরিষা বা অন্যান্য ফসলের আবাদ করতে পারে। এই এলাকার কৃষকেরা মূলত বহুদিন যাবত রঞ্জিত জাতের ধান চাষ করে আসছেন। যা প্রায় ছয় মাসের ফসল ফলে এ ধান হারভেস্টের তেল জাতীয় ফসল আবাদ করা সুযোগ  থাকে না।কাজেই  কৃষকগণ বিনার প্রযুক্তি  পাশাপাশি গ্রীষ্মকালীন বিনাবাদাম ৬ এর চাষেও কৃষকগণ আগ্রহ প্রকাশ করেন।