আজ রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পাচ্ছেন মুক্ত খবর পত্রিকার রিপোর্টার রুশমী

editor
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ণ
চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পাচ্ছেন মুক্ত খবর পত্রিকার রিপোর্টার রুশমী

Oplus_131072

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
সাংবাদিকদের দাবি, মর্যাদা এবং অধিকার আদায়ে সোচ্চার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে প্রয়াত চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পাবেন দেশের বিভিন্ন এলাকার ৪৫ জন সাংবাদিক।
সুত্রে জানা যায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ৮ম বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা আগামী ২২ ও ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠান উপলক্ষে সারাদেশের ৩৩ জন সংবাদকর্মীকে চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পদকে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে বিএমএসএফ।
সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, তৃণমূল পর্যায়ের পেশাদার এবং অনুসন্ধানী সাংবাদিকরা এই সম্মাননা গ্রহনের মধ্য দিয়ে আরো দায়িত্বশীল ভুমিকা পালন করতে পারবেন।
ইতিমধ্যে এ সকল সাংবাদিকদের অনুসন্ধানী ও দায়িত্বশীল প্রতিবেদনের ওপর গুরুত্বারোপ করে
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তাদেরকে মনোনীত করেন।
মনোনীত সংবাদকর্মীরা হলেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা’র সদস্য দৈনিক সূর্যদয়ের লোহাগাড়া প্রতিনিধি, দৈনিক মুক্ত খবর প্রতিকার স্টাফ রিপোর্টার, রুশমী আক্তার। তাহমিন হক ববি, নিজস্ব প্রতিবেদক, নীলফামারী ও সাবেক সম্পাদক, নীলফামারী প্রেস ক্লাব। মোফাজ্জল হোসেন, জেলা প্রতিনিধি, বিজয় টেলিভিশন, নওগাঁ। খোকন আহম্মেদ হীরা, স্টাফ রিপোর্টার, দৈনিক জনকণ্ঠ, বরিশাল। মো: নুরুল ইসলাম, রয়টার্স প্রতিনিধি, কক্সবাজার। শামীম আহমদ তালুকদার, জেলা প্রতিনিধি, ঢাকা প্রতিদিন, সুনামগঞ্জ। শাকিব বিপ্লব, ফ্রিল্যান্স সাংবাদিক, বরিশাল। আসাদুজ্জামান সাজু, দৈনিক মানবকন্ঠ, লালমনিরহাট। মেহেদী হাসান মাসুদ, প্রতিনিধি, দেশ রূপান্তর, রাজবাড়ি। আল আমিন তালুকদার, এখন টেলিভিশন, ঝালকাঠি। আরিফুল ইসলাম রিগ্যান, রাইজিং নিউজ, কুড়িগ্রাম, রফিকুল ইসলাম, বাংলা ভিশন, ফেনী ও সাবেক সভাপতি, ফেনী প্রেস ক্লাব। মাসুদ রানা, দি নিউনেশন, বরিশাল জেলা প্রতিনিধি, ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল জেলা শাখা। আব্দুল হাকিম, গ্লোবাল টেলিভিশন, বান্দরবান। মহিউদ্দিন মখদুমী, দৈনিক মানবকন্ঠ, রংপুর, সাবেক সাংগঠনিক সমন্বয়কারী, বিএমএসএফ (২০১৫) রংপুর। আব্দুল হাকিম রানা, দৈনিক কালবেলা, পটিয়া, চট্টগ্রাম। ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, দৈনিক যায়যায়দিন, মহেশখালী। আবুল কালাম আজাদ, বাংলাদেশ বেতার, টেকনাফ, কক্সবাজার। জহিরুল হক জহির, দৈনিক মানবজমিন, উপজেলা প্রতিনিধি ও সভাপতি, বিএমএসএফ, কবিরহাট উপজেলা, নোয়াখালী। রুশমী আক্তার, স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্ত খবর, লোহাগাড়া, চট্টগ্রাম। তানভীর হাসান তানু, জেলা প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক, ঠাকুরগাঁও। মোহাম্মদ মিজানুর রহমান, প্রতিনিধি, বাংলাদেশ প্রতিদিন ও এশিয়ান টেলিভিশন কুতুবদিয়া কক্সবাজার। এসএম শামীম রানা, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক কুষ্টিয়া। এবিএম আজরাফ টিপু, সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক আজকের চেতনা, নরসিংদী। প্রান্ত পারভেজ, রিপোর্টার, বাংলা টিভি, ঢাকা। সম্রাট নজরুল ইসলাম, সভাপতি, বিএমএসএফ, বাহরাইন শাখা ও বাংলা টিভি, বাহরাইন। শাহাদুল ইসলাম সাজু, জেলা প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার, জয়পুরহাট। মোহাম্মদ ওমর ফারুক, দৈনিক মানবকন্ঠ পত্রিকা চন্দনাইশ উপজেলা প্রতিনিধি। শিমুল চৌধুরী, ভোলা প্রতিনিধি, রূপালী বাংলাদেশ। মোঃ জুবায়ের হোসেন, এলএলবি, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক দেশ প্রতিদিন। শিরিনা আফরোজ, দৈনিক কালেরকন্ঠ ও একুশে টিভি, পিরোজপুর। আয়শা সিদ্দিকা আকাশী, জেলা প্রতিনিধি, আজকের পত্রিকা, মাদারীপুর। সাত্তার সিকদার, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন, লোহাগড়া প্রতিনিধি। নুরুল হুদা বাবু, ভোরের কাগজ, কাউখালি, পিরোজপুর। জয়নাল আবেদীন জয়, রূপগঞ্জ প্রতিনিধি, যমুনা টেলিভিশন ও স্টাফ রিপোর্টার, দৈনিক মানবজমিন, রূপগঞ্জ, নারায়নগঞ্জ। বেলায়েত সুমন, জেলা প্রতিনিধি, দৈনিক শেয়ারবিজ, চাঁদপুর। কাজী হুমায়ুন কবির, চীফ রিপোর্টার, দৈনিক সাঙ্গু, চট্টগ্রাম। কবির হোসেন, বাংলাদেশ বুলেটিন, জেলা প্রতিনিধি,রাজবাড়ী। হাসিবুর রহমান রিজু, এশিয়ান টিভি, কুষ্টিয়া। আব্দুল বাতেন বাচ্চু, এশিয়ান টিভি, শ্রীপুর, গাজীপুর। আব্দুল হামিদ খান, দৈনিক মুক্ত খবর, গাজীপুর। গাউছ উর রহমান, দৈনিক দিনকাল, মাদারীপুর। সেলিম আহম্মেদ, এশিয়ান টিভি, যশোর। মিজানুর রহমান, দৈনিক নয়াদিগন্ত, কুয়াকাটা ও সোহেল হাফিজ লেখক, সাংবাদিক,পর্যটন উদ্যোক্তা, স্টাফ করেসপন্ডেন্ট, এনটিভি ও কালেরকন্ঠ, বরগুনা প্রমুখ।