Sharing is caring!
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া,
শনিবার সন্ধ্যা ৬ টায় ইস্ট লন্ডনের ব্রিকলেনের আমার গাঁও রেস্টুরেন্টে মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকে এর উদ্যোগে হৃদয়ে ৭১ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে ছিল কোরাস কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত । সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জসিম ও ড.আজিজুল আম্বিয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বক্তব্য রাখেন, ড.কাজী মখলিছুর রহমান মুকুল , বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান , যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী , টাওয়ার হেমলেটস এর সাবেক স্পীকার আহবাব হোসেন , বার্কিং এবং ড্যাগেনহাম এর মেয়র মঈন কাদেরী, উক্ত সংগঠনের সহ সভাপতি কাউন্সিলর আজিজ তকি, আওয়ামী লীগ নেতা সারব আলী , রফিকুল উল্লাহ , জাহানারা রহমান জলি ,কাউন্সিলর গিয়াস উদ্দিন মিয়া, কাউন্সিলর গনি মিয়া , মুজিবুল হক মনি , আওয়ামী লীগ নেতা সৈয়দ ছুরুক আলী , সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ ,লন্ডন মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম অকিব, সাংবাদিক কামরুল আই রাসেল , সত্যব্রত দাশ স্বপন , এসডি প্রিন্স সহ অনেকে ।
সভায় বক্তারা বাংলাদেশের বর্তমান অবস্থা এর উপর বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর বাড়ি সহ বিভিন্ন স্থাপনায় হামলা ও বঙ্গবন্ধুর ছবি বিভিন্ন স্থান থেকে নামানোর জন্য তীব্র নিন্দা জানানো হয়। তারা বলেন, যার যার অবস্থান থেকে এখনই সোচ্চার হতে হবে এবং মুক্তিযুদ্ধের যে অর্জন সেটাকে অক্ষত রাখতে হবে এবং সেই অর্জন যাতে কিছুতেই নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সবার।
দেশের প্রয়োজনে অতীতের ন্যায় একটি সাংস্কৃতিক বিপ্লব তৈরি করতে হবে আর সেই বিপ্লব মানুষকে প্রেরণা জুগাবে এটাই আমাদের বিশ্বাস । অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন স্মৃতি আজাদ , মুজিবুল হক মনি , কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি প্রমুখ।