আজ বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুর কালকিনিতে আহত ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

editor
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ
মাদারীপুর কালকিনিতে আহত ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

Sharing is caring!

রাকিব হাসান, মাদারীপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরের কালকিনি উপজেলার আহত ও শহীদ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ সকালে উপজেলার শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বুলু বেপারীর বাসভবনে নগদ অর্থ, অসহায় পরিবারের মাঝে ৫ হাজার শীতবস্ত্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শরীফ, ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি বি.এম রাজিব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব খাঁনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ড. মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মসিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন জমাদার, প্রধান শিক্ষক মো. সেলিম রেজা ও প্রধান শিক্ষক গোলাম কিবরীয়া প্রমুখ।