আজ বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহমুদা রহমান একজন সৃষ্টিশীল উদ্যোক্তা

editor
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৫, ০৬:২৬ অপরাহ্ণ
মাহমুদা রহমান একজন সৃষ্টিশীল উদ্যোক্তা

Sharing is caring!

নুসরাত জাহান 

তারুণ্যদীপ্ত এক নারীর নাম মাহমুদা রহমান। তিনি এ প্রজন্মের একজন সৃষ্টিশীল উদ্যোক্তা । তাঁর জন্ম ঢাকায় । তাই পড়াশোনাও করেছেন ঢাকাতেই । ম্যানেজমেন্টে মাষ্টার্স করেছেন ।তিনি বিবাহিত এবং দুটি কন্যা সন্তানের জননী । মাহমুদা ঢাকা মিরপুর শেওড়াপাড়ায় থাকেন। কাজ করছেন টাই-ডাই পণ্য ও বিডস জুয়েলারি নিয়ে।

উদ্যোগটা শুরু করেন ২০২০ সালে করোনা কালীন সময়। তখন তার শোরুম কিডস এন্ড ম-ম বাজার বন্ধ হয়ে যায়। অনলাইন কোর্স আর SME Foundation থেকে বিভিন্ন কোর্স করে দক্ষতা অর্জনের মাধ্যমে তাঁর কাজ শুরু ।
করোনা কালীন সময় শোরুম বন্ধ হয়ে যাওয়ায় পরে কিছু করতে হবে বসে থাকলে চলবে না এই ভাবনা থেকে অনলাইন পেইজ”মুন্নি কথন” ওপেন করেন।সম্পূর্ণ নিজস্ব ডিজাইনে কাজ করছেন।
তিনি টাই-ডাই কাপড়,শাড়ি, ড্রেস,ল্যাম্প, ব্যাগ, ওয়ালাম্যাট ও হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে কাজ করছেন।
একজন নারী উদ্যোক্তা কাজ করার জন্য দক্ষতা আর্জন,পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট পায় তাই বেশীদূর আগাতে পারে না।
কয়েকজন উদ্যোক্তা মিলে একত্রিত হয়ে ব্যাবসায় অর্থ বিনিয়োগ ও সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সফলতা অর্জন সহজ হয়ে যাবে।
মাহমুদা রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে নিজেকে দক্ষ ও সফল উদ্যোক্তা এবং ট্রেইনার হিসেবে গড়ে তোলা। মাহমুদা রহমান অসহায় ও সুবিধা বঞ্চিত নারীদের ট্রেনিং প্রদানের মাধ্যমে দক্ষ ও আর্থিক ভাবে সাবলম্বী করতে চান।
নাম: মাহমুদা রহমান
পেইজের নাম: মুন্নি কথন
মেইল: mahmudarahmanmunni@gmail.com