আজ শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপাসিয়ায় রফিকুল ইসলাম খান বাবু মাস্টার স্মরণসভা 

editor
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৫, ০৫:০৬ অপরাহ্ণ
কাপাসিয়ায় রফিকুল ইসলাম খান বাবু মাস্টার স্মরণসভা 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

Sharing is caring!

আকরাম হোসেন হিরন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার মাস্টার রফিকুল ইসলাম খান ফাউন্ডেশনের আয়োজনে রফিকুল  ইসলাম খান বাবু মাস্টারের ৬০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে  ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে স্মরণসভা হয়।
মাস্টার রফিকুল ইসলাম খান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  মোঃ তোফাজ্জল হোসাইন খানের সভাপতিতে ও মাস্টার রফিকুল ইসলাম খান ফাউন্ডেশনের সদস্য সচিব ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক  ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাযাতে ইসলাম গাজীপুর জেলার নায়েবে আমির  মাওলানা মোঃ শেফাউল হক,তরগাও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ বদরুজ্জামান বেপারী, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী।দোয়া পরিচালনা করেন ঈদগাহ  উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক উত্তর খামের ঈদগাহ মাঠের খতিব মাওলানা মোরশিদুর রহমান।জেলা উপজেলা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সহ শিক্ষক শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।