Sharing is caring!
পিঠা-পুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। আমাদের হাজারো সমস্যা সত্ত্বেও গ্রামবাংলায় এসব পিঠা-পার্বণের আনন্দ-উদ্দীপনা এখনো মুছে যায়নি আমাদের কর্মব্যস্ত জীবন থেকে। ইট কাঠের এই পাথুরে নগরজীবনে তাই শীত আসলেই আমরা খুঁজে ফিরি আমাদের একান্ত নিজস্ব ঐতিহ্যবাহী পিঠা- পুলি খাওয়া। শুধুমাত্র খাওয়া দাওয়ায় সেই সংস্কৃতি এখন আর সীমাবদ্ধ নেই, তা’ রুপ নিয়েছে শীতের উৎসব হিসেবে।
আর তার অংশ হিসেবে ১০ই জানুয়ারী, ২০২৫ইং এ ঢাকার রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয়ে গেল এক পিঠা উৎসব। ঐতিহ্যবাহী গবনর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা এর প্রাক্তন ছাত্রদের এই মিলনমেলায় শীতের কুয়াশা ভেদ করে ভোর থেকেই সমবেত হতে শুরু করেন স্কুলের প্রাক্তন ছাত্ররা। স্কুলের ১৯৬৪ সাল থেকে শুরু করে ২০২৪ সাল ব্যাচের ছাত্ররা এই আয়োজনে অংশ নেয়। এই মনোরম আয়োজনের আয়োজক ছিলেন নব নির্বাচিত ওলসা(ওল্ড ল্যাবরেটরিয়ানস অ্যাসোসিয়েশন) প্রেসিডেন্ট মোসাদ্দেক আযম সিদ্দিকী(ল্যাব’৬৯), যাকে সাহায্য করেন ল্যাবরেটরিইয়ান্স পরিবারের সিনিয়র-জুনিয়র ভাই ও বন্ধুরা। যারা বিদেশে থাকে, তারাও শীতের পাখির মতো চলে আসে এইসময়- একটু উষ্ণতার খোঁজে, বন্ধুদের খোঁজে এবং অতীত স্মৃতির খোঁজে। সবার সঙ্গে সবার দেখা হয়, আদান-প্রদান হয় খবরের, দেয়া-নেয়া হয় বন্ধুত্বের আর হৃদয়ের উষ্ণতার।
ছবি কৃতজ্ঞতায়- মাহবুবুল ইসলাম( ল্যাব’৭৬)
সৈয়দ মোহাম্মাদ মাহমুদুল ইসলাম, স্টাফ রিপোর্টার