আজ রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভয় কিসের, জয় তো আসবেই

editor
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ণ
ভয় কিসের, জয় তো আসবেই

Sharing is caring!

 

ড. গোলসান আরা বেগম

ভয় কিসের জয় তো আসবেই
কিষ্ণিত সময়ের ব্যবধান মাত্র
করো না হায় হায়
একদিন ফুল ফোটবে
সেই দিনের পথ চেয়ে থাকো।

আকাশটা কিনে রাখো হাতের মুঠোয়
মোটা হরফে লিখবে জয়ের কবিতা
উষ্ণ হাত তালি পাবে
জয়ের মালা পরবে
মুক্তির স্বাদ নিবে লুঠে আঁধার ঠেলে।

আমার সুজিদ স্যার বলবেন হেসে
আমরা বাঙালি,বাঙালি হারে না
হারতে পারে না
মুক্ত বাতাসে বলবে মুক্তির কথা
যুক্তির আদরে পরাবে
লাল বৃত্ত টীপ সবুজ চাদরে
উড়বে লাল সবুজের জয় পতাকা।

 

ড. গোলসান আরা বেগম ; কবি  শিক্ষাবিদ