আজ বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পূরবী পরিবহনে স্বস্তি ফিরে ফেল লোহাগাড়াবাসী

editor
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫, ০৭:২০ অপরাহ্ণ
পূরবী পরিবহনে স্বস্তি ফিরে ফেল লোহাগাড়াবাসী

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া প্রতিনিধিঃ

দীর্ঘভোগান্তি ও হতাশার পেরিয়ে চট্টগ্রামের লোহাগাড়াবাসী স্বস্তি ফিরে ফেল পূরবী পরিবহনের কাউন্টার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে।

সোমবার (১৩ জানুয়ারী) সকালে উপজেলার শাহ আমানত মার্কেটের নিচ তলায় পূরবী পরিবহনের এ কাউন্টার শুভ উদ্বোধন হয়।

পূরবী পরিবহনের লোহাগাড়া কাউন্টার উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূরবী পরিবহনের জিএম মাহবুবুর রহমান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত মার্কেটের জমিদার নুরুল কবির।

এসময় উপস্থিত ছিলেন, পূরবী পরিবহন লোহাগাড়া কাউন্টারের পরিচালক মোহাম্মদ মানিক, আবুল মঞ্জুর, মোহাম্মদ ইকবাল। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়ার স্বনামধন্য রেস্টুরেন্ট হালাল ডাইন এর ডাইরেক্টর মোহাম্মদ হেলাল। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ বেলাল প্রমুখ।

উদ্বোধনকালে পূরবী পরিবহনের জিএম মাহবুবুর রহমান বলেন, লোহাগাড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করার লক্ষে এবং পূরবী পরিহনের প্রতি লোহাগাড়াবাসীর আকাঙ্গা পূরণে লোহাগাড়ায় পূরবী পরিবহনের কাউন্টার স্থাপন করেছি। যাত্রীদের সুন্দর-সুশৃঙ্খল সেবা দিয়ে যাবে পূরবী পরিবহন। সার্বক্ষণিক যাত্রী সেবায় নিয়োজিত থাকবে লোহাগাড়ায় পূরবী পরিবহন।