Sharing is caring!
টাইমস নিউজ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচ্চপর্যায়ের দুই কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।তাদের মধ্যে একজন পরিচালক থেকে পদোন্নতি পেয়ে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) হয়েছেন। আর অন্যজন উপপরিচালক থেকে পরিচালক হয়েছেন।
বৃহস্পতিবার দুদক পরিচালক দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে।
দুদক সূত্র জানায়, পরিচালক থেকে ডিজি হয়েছেন আবদুল্লাহ আল জাহিদ। আর উপপরিচালক থেকে পরিচালক হয়েছেন মো. আনোয়ারুল হক।
আবদুল্লাহ আল জাহিদ থাইল্যান্ডের এআইটি থেকে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে মালয়েশিয়া থেকে বিশেষ কোর্স সম্পন্ন করেন। চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং আমেরিকার আটলান্টা থেকে একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দীর্ঘদিন থেকে তিনি দুদকের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।