আজ শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পাহাড় কাঁটায় বাঁধা দেওয়ায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

editor
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫, ০৪:৪২ অপরাহ্ণ
পাহাড় কাঁটায় বাঁধা দেওয়ায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

oplus_2

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় পাহাড় কাটায় বাঁধা দেওয়ায় মোহাম্মদ বেলাল (২৭) নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)বিকালে পাহাড় কাটাকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় উপজেলার চরম্বা ইউনিয়নের আতিয়ার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
অভিযোগকারী মোহাম্মদ বেলাল উপজেলার চরম্বা ১ নং ওয়ার্ডের আতিয়ার পাড়া এলাকার আহমদ হোসেনের পুত্র।
অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত আব্দুল আলমের পুত্র মোহাম্মদ সৈয়দ হোসেন ৪৫), ইসহাক মিয়ার পুত্র মোহাম্মদ জিয়াবুল(৩৫), মৃত আব্দুস ছোবাহানের পুত্র ওবাইদুল হাকিম (৪০) সহ অজ্ঞতনামা আরও ৬/৭ জন।
অভিযোগকারী মোহাম্মদ বেলাল বলেন, আমার বাড়ির পাশে অবৈধভাবে পাহাড় কাটায় আমার ফেসবুক থেকে স্ট্যাটাস দেওয়ায় অভিযোগকারীরা  আমার নিজ বাড়ি হতে দোকানে যাওয়ার পথে আমার পথ আটকিয়ে আমাকে মারধর করে। এমনকি আমি এই বিষয় নিয়ে ভবিষ্যতে বাড়াবাড়ি করলে আমি ও আমার পরিবারকে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়।  এ বিষয়ে আমি ও আমার পরিবারের জান-মালের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করি।