আজ শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ০২:৪৫ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০৭ নভেম্বর, ২০২৪ খ্রিঃ) দুপুর ১২:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মৌলভীবাজার জেলা পুলিশের অক্টোবর/২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার অক্টোবর /২০২৪ মাসে জেলার ০৭ থানাসহ অন্যান্য ইউনিট ভিত্তিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়।
অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মুলতবি মামলা ও জিডি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
বৃহস্পতিবারের অপরাধ পর্যালোচনা সভায় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষকে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপারের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহসিন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার(শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।