আজ শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী ১৮ তারিখের রাজশাহী বিভাগীয় কর্মীসভা সফল করতে বাঘায় জামায়াতের প্রচার মিছিল

editor
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫, ০৫:০৫ অপরাহ্ণ
আগামী ১৮ তারিখের রাজশাহী বিভাগীয় কর্মীসভা সফল করতে বাঘায় জামায়াতের প্রচার মিছিল

Sharing is caring!

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
আগামী ১৮ জানুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশ সফল করতে বাঘায় প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭জানুয়ারি২৫ ) বাদ আছর ঐতিহাসিক তেতুল তলা থেকে এ প্রচার মিছিলটি শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমবেত হয়।
জানা গেছে,আগামী ১৮ তারিখ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। আগামীকালের ওই সমাবেশকে সফল করার জন্য উপস্থিত নেতা-কর্মীদের আহবান জানান রাজশাহী জেলা জামায়াতের শুরা সদস্য ও বাঘা উপজেলা জামাতের সাবেক আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু,উপজেলা জামায়াতের সেক্রেটারী ইউনুস আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘা উপজেলা নায়েবে আমির ও বাঘা ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাও: আব্দুল লতিফ,উপজেলা জামায়াতের সেক্রেটারী মো: ইউনুছ আলী,বাঘা পৌর জামায়াতের আমীর অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি সাবদার আলী,জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য সাহাদুল ইসলাম,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বাঘা উপজেলা শাখা সভাপতি এমদাদুল হক,সাধারণ সম্পাদক রেজাউল করিম,বাউসা ইউনিয়ন জামায়াতের আমীর মজিবর রহমান, আড়ানী পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম (জিঞ্জু),পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাহবুব আলী,বাঘা উপজেলা সাবেক শিবির সভাপতি মতিউর রহমান,বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,উত্তর শাখা সভাপতি তরিকুল ইসলাম,সাবেক রাজশাহী জেলা পূর্ব শিবির সভাপতি সবুজ মাহমুদ,সাবেক বাঘা উপজেলা শিবির সভাপতি আইয়ুব আলী,রায়হানুল হক,আব্দুল মমিন, মাহাবুল ইসলাম প্রমুখ।
দীর্ঘ ১৫ বছর পর বিভাগীয় কর্মী সমাবেশ ষফল করার লক্ষ্যে স্বাধীনভাবে প্রচার মিছিল করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। তারা বলেন, বিগত প্রায় ১৬ বছর ফ্যাসিবাদ স্বৈরশাসক শেখ হাসিনা আমাদের কোন দলীয় কর্মকাণ্ড,র‍্যালি ও সমাবেশ পর্যন্ত করতে দেয়নি। তারা গণতন্ত্রকে হত্যা করেছিল। বিরোধী মত দমন করতে আগ্রাসী মনোভাব দেখা গেছে তাদের। এবার বাধাহীন ও স্বাধীনভাবে বাঘায় প্রচার মিছিল করতে পেরে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন নেত্রীবৃন্দ।
উপজেলা জামাতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু বলেন,আগামী ১৮ জানুয়ারি রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশ বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করবেন বলে আশা করি ইনশাআল্লাহ।