আজ রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে জমির মাটি বহনের অপরাধে গাড়ির মালিক পরিচয়ে ১ জন সহ ড্রাইভার আটক

editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ০৬:৫১ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে জমির মাটি বহনের অপরাধে গাড়ির মালিক পরিচয়ে ১ জন সহ ড্রাইভার আটক

Sharing is caring!

জাফর ইকবাল মৌলভীবাজার থেকে,

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুরে বাড়ি নির্মাণের মাটি বহনের সময় গাড়ির মালিক পরিচয়ে ও চালক সহ ২ জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

রহস্যজনক কারনে জমির মালিক ও যে ব্যাক্তি মাটি নিচ্ছেন তাদেরে গ্রেফতার করেনি পুলিশ। বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

শনিবার (১৮ জানুয়ারী) কালাপুর থেকে তাদেরে গ্রেফতার করা হয়। জানাযায়, লইয়ারকুল সাতগাঁও এর মোঃ শিব্বির আহমেদ ও মোঃ হারুননুর রশিদ উপজেলার ভাড়াউড়া মৌজাধীন জে এল ৭-৬৪- খতিয়ান নং: ৬৮৪৫, দাগ নং ৫৫৩৪ ভূক্ত ভূমিতে স্থানীয় ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের ২৭/১১/২০২৪ইং তারিখের ১১২৯/২০২৪ নং স্মারক মূলে গৃহ নির্মাণ (টিনশেড বাড়ী বিশিষ্ট) করার অনুমতি নিয়ে শ্রীমঙ্গল ভাড়াউড়া ৪ নং পুলের পাশে বাড়ি করার জন্য কালাপুরের গাজীপুর দরছ মিয়ার জমি থেকে মাটি ডায়না পিকাপ দিয়ে বহন করছিলেন।

এদিকে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ কালাপুরের গাজীপুর থেকে গাড়ির চালক মো: কাশেম মিয়া ও গাড়ির মালিক পরিচয়ে ময়নুল ইসলামকে গ্রেফতার করে। তবে রহস্য জনক কারনে মাটি বিক্রেতা বা ক্রেতাকে গ্রেফতার করেনি। এছাড়াও যাকে গাড়ির মালিক পরিচয়ে গ্রেফতার করা হয়েছে তিনি প্রকৃত গাড়ির মালিক নয়।

বিশ্বস্থ সুত্রে জানাগেছে, জমির মালিক দরছ মিয়া শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের সাথে দেখা করে গেছেন।

এব্যাপারে শ্রীমঙ্গল থানার এসআই রহিম বলেন, আমি ওসির নির্দেশে মাটি বহনকারী গাড়ি কালাপুর থেকে গাড়ির ড্রাইভার ও মালিককে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছি। জমির মালিক মেম্বার নিয়ে থানায় আসবেন বলছেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, জমি থেকে মাটি কেটে বহন করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যাক্তিদের মধ্যে গাড়ির মালিক আছেন কিনা বা গাড়ির মালিক অপরাধী কি না ও জমির মালিককে কেন গ্রেফতার করা হচ্ছে না প্রশ্ন করলে বলেন, মালিকের গাড়ি মাটি বহন করায় ভূমি আইনে সে অপরাধী। গ্রেফতারকৃত ময়নুল ইসলাম গাড়ির মালিক। জমির মালিকের উপরও মামলা দেওয়া হবে।