Sharing is caring!
জাফর ইকবাল মৌলভীবাজার থেকে,
মৌলভীবাজার শ্রীমঙ্গলের পোস্ট অফিসের পোস্ট মাস্টার আব্দুল মতিনের দুর্নীতি, প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর সংবাদ সংগ্রহের তথ্য প্রমান সংগ্রহ করার জের ধরে দৈনিক ভোরের সময় ও দৈনিক জনতা প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসানকে প্রাণে হত্যা, হামলা, মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়ে হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজার চৌমুহনা চত্বর মৌলভীবাজারের সকল সংগঠনের সাংবাদিকবৃন্দ প্রতিবাদ সভার আয়োজন করেন।
বক্তারা বলেন, শ্রীমঙ্গল সরকারি ডাকঘরের সঞ্চয় পত্রের কোটি টাকা আত্নসাৎ করেন পোস্ট মাস্টার মো. আব্দুল মতিন। আমিনা বেগম নামের সঞ্চয় পত্র নং- ১০০১৬,৷ একজন মহিলা গ্রাহক তার সঞ্চয় পত্রে টাকা নেই শুনে স্টোক করে মারা যান। শ্রীমঙ্গল পৌরসভার ৮ নং ওয়ার্ডের তৌহিদ পারভেজ সঞ্চয় পত্র নং-৯৫৪৯ এ ২০০৭ সাল থেকে তিনি ও তার ফুফু আমিনা বেগম শ্রীমঙ্গল পোষ্ট অফিসে ৩ বছর মেয়াদে সঞ্চয় পত্রে টাকা জমা করেন। প্রত ৩ বছর পর তারা াবার রিনিউ করেন। সর্বশেষে ২০২১ সালে তার সঞ্চয় পত্রে জমা হয় ১ লাখ ১৩ হাজার টাকা। ২০২১ সালে তিনি টাকা উঠাতে গেলে ডাক ঘরের পোস্ট মাস্টার মো. আব্দুল মতিন জানান, তার সঞ্চয় পত্রে মাত্র ৫ শত টাকা জমা আছে।
তার ফুফু আমিনা বেগমের সঞ্চয় পত্রেও টাকা নেই। এ ঘটনায় ফুফু আমিনা বেগম স্টোক করে মারা যান। পরবর্তীতে সুষ্ট তদন্ত ও বিচার চেয়ে মৌলভীবাজার বিভাগীয় অফিস ও চট্রগ্রাম অফিসে লিখিত অভিযোগ করার পরও আজ পর্ন্তন কোন সুরাহা পাননি।
বিগত স্বৈরাশাসক আওয়ামীলীগ সরকারে ২৪ সালের সংসদ নির্বাচনের সময় সরকারী নিয়ম নীতি ভেংঙ্গে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের পক্ষে নির্বাচনী সভায় অংশ নেয়া, নিজের বাসায় নির্বাচনী সভারও আয়োজন করেন।
নৌকার পক্ষে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত নির্বাচনী সভায় মহিলা সমাবেশের নির্বাচনী প্রচারণার থিম সং উন্মোচন করে পোষ্ট মাষ্টার আব্দুল মতিন। আব্দুল মতিন নৌকার প্রার্থী আব্দুস শহীদকে ফুলের তোড়া দিয়ে সমর্থন জানানো সহ স্টেজে উঠে সভা কার্যক্রম উপস্থাপন করেন।
বিগত দিনে সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদের ছত্র ছায়ায় দাপট খাটিয়ে পোষ্ট অফিসে একক কর্তৃত্ব খাটান। বিভিন্ন দপ্তর ও শ্রীমঙ্গলের রেলওয়ে সম্পত্তি, কাঁচা বাজারে নিয়ন্ত্রন করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। অনেকের সঞ্চয় পত্রের টাকা আত্নসাৎ করলেও কেউ ভয়ে মুখ খোলেনি। বিগত সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে তার দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়। তার এই সময়ের দুর্নীতির অভিযোগ তদন্ত করে সংবাদ প্রকাশ করার ফলে আব্দুল মতিন নানা ভাবে হুমকি দিতে থাকে। এমনকি তার উপর অর্তকিত হামলা করে আব্দুল মতিনের সন্ত্রাসী বাহিনী। আব্দুল মতিন সৈয়দ সিরাজুল ইসলাম হাসানকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শাহজাহান মিয়া, দৈনিক দিনকাল পত্রিকা মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার জেলা প্রতিনিধি মনঞ্জু বিজয় চৌধুরী, সাংবাদিক মহসিন আহমদ, কাউয়াদীঘি হাওর পরিবেশ রক্ষার কমিটির সাধারন সম্পাদক খছরু আহমদ চৌধুরী, সাংবাদিক ফজলুর রহমান, দৈনিক বর্তমান কথার জেলা প্রতিনিধি বিশ্বজিৎ কর, দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট জামাল আহমদ, দৈনিক ভোরের সময় শ্রীমঙ্গল প্রতিনিধি জামাল হোসেন প্রমুখ।
এব্যাপারে পোষ্ট মাষ্টার আব্দুল মতিন বলেন, আমি কারো সঞ্চয় পত্রের টাকা আত্নসাৎ করিনি। কারো অভিযোগ থাকলে উর্ধতন কর্মকর্তাকে অভিযোগ করতে পারেন। আর আওয়ামীলীগের সাবেক কৃষি মন্ত্রীর সাথে প্রোগ্রামের বিষয় বক্তব্য হলো, যে সরকার ক্ষমতায় থাকবেন তাদের ডাকে আমাকে যেতে হবে।
বিভগীয় মহা ব্যবস্থাপক আহমেদ রাসেল বলেন, আমি নতুন এসেছি। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেবো।