আজ রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে জব্দকৃত ভারতীয় বিড়ি-সিগারেট ধ্বংস করল বিজিবি

editor
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫, ০২:০৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে জব্দকৃত ভারতীয় বিড়ি-সিগারেট ধ্বংস করল বিজিবি

Sharing is caring!

তাপস দাশ শ্রীমঙ্গল :
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক জব্দকৃত বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও সিগারেট আনুষ্ঠানিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলে বিজিবির সেক্টর সদর দপ্তরে এই ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়। জব্দকৃত এসব বিড়ি ও সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকা বলে জানা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (সদর দপ্তর) সিলেটের উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ, মৌলভীবাজারের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু, বিজিবির সহকারী পরিচালক মো. জামাল হোসাইন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। এ সময় মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম এবং শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) গত ২১ আগস্ট থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় নাসির পাতার ৩৩,৬০০ বিড়ি এবং সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৩৭০ টাকা এবং সিগারেটের মূল্য ২ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। বিজিবির এ কার্যক্রমকে স্থানীয় জনগণও সাধুবাদ জানিয়েছে।
সীমান্ত সুরক্ষা ও অবৈধ পণ্য প্রবাহ রোধে বিজিবির এ ধরনের উদ্যোগ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।