আজ রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

লোহাগাড়ায় শহীদ পরিবারকে উপহার দিলেন জেলা প্রশাসক ফরিদা খানম

editor
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫, ০২:১১ অপরাহ্ণ
লোহাগাড়ায় শহীদ পরিবারকে উপহার দিলেন জেলা প্রশাসক ফরিদা খানম

Oplus_131072

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইশমাম ও সন্ত্রাসী সংগঠন ইসকনের হামলায় নিহত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের সাথে সাক্ষাৎ করে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় দুই শহীদের কবর জেয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
এসময় শহীদ ইশমামের বাড়ি সংস্কারের জন্য মায়ের হাতে উপজেলা পরিষদ থেকে নগদ ৩ লক্ষ টাকা প্রদান করেন। বাড়িতে যাতায়াতকালে রাস্তার খারাপ অবস্থা চোখে পড়লে যাওয়ার রাস্তা এবং এবং এলাকার মাদ্রাসায় কর্মকান্ডে সার্বিক উন্নয়নেও আর্থিকভাবে সহযোগিতা প্রদানের ঘোষণা দেন তিনি।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে পিঠা উৎসব, বিজ্ঞান মেলা, উপজেলা পরিষদের প্রধান ফটকের দৃষ্টিনন্দন গেইট, শিশুপার্ক, সুইমিং পুলসহ বিভিন্ন অনুষ্ঠান উদ্বোধন করেন এবং বিভিন্ন দপ্তরের প্রধান ও সুধীজনের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ফরিদা খানম।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া জোনের মেজর আহসানুল করিম রাঈম, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ফারিস্তা করিম, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ ইকবাল হোসাইন, লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আবুল কালাম, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শহীদ ইশমাম ও শহীদ এডভোকেট সাইফুল ইসলামের বাসায় গিয়ে পরিবারের সাথে কথা বলার পর সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে জেলা প্রশাসক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইশমামের বাড়িতে এসেছি, তার বাড়িটি ঝরাজীর্ণ অবস্থায় রয়েছে। তার বাড়ি করার জন্য উপজেলা পরিষদ থেকে নগদ ৩ লক্ষ টাকা প্রদান করেছি, তার মূল বাড়িতে যাওয়ার রাস্তাটাও বাস্তবায়ন করে দিবো, শহীদ ইশমামের কবর সংরক্ষণ করার জন্য ২লাখ টাকাও প্রদান করা হবে। শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের বাসায় গিয়ে তার বাবাসহ পরিবারের সদস্যদের সাথে দেখা করেছি। উপহার সামগ্রীও প্রদান করেছি। শহীদ এডভোকেট আলীফের কবরে যাতায়াতের রাস্তাটা করে দিবো এবং তার এলাকায় মাদ্রাসার উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতো প্রদানেরও ঘোষণা দেন তিনি।