আজ মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত

editor
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫, ০২:৩৯ অপরাহ্ণ
বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত

Sharing is caring!

টাইমস নিউজ

বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয়। সেখানে বলা হয়,বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন ১০ জন কবি ও লেখক।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্তরা হলেন- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।
এই তালিকা প্রকাশের পর থেকেই ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই পুরস্কারপ্রাপ্তদের তালিকায় কোনো নারী কবি-সাহিত্যিকের অনুপস্থিতি এবং কিছু ক্যাটাগরি নিয়েও প্রশ্ন ওঠে। এর জবাবে শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা ফারুকী বলেন, ‘বাংলা একাডেমি পুরস্কারের সঙ্গে মন্ত্রণালয় বা আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। আমাদের সরাসরি ভূমিকা আছে একুশে পদকের ক্ষেত্রে। তার পরও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি এই পুরস্কার নিয়ে যে সমালোচনাগুলো হচ্ছে সেটা গ্রহণ করছি।’

তিনি লিখেছেন, ‘একজন নারী লেখককেও খুঁজে না পাওয়া বিস্ময়কর। এ ছাড়া কিছু ক্যাটাগরিতে যে প্রশ্ন উঠেছে সেগুলোও অযৌক্তিক নয়। সময় এসেছে, এই পুরস্কারের জন্য মনোনয়ন প্রক্রিয়া সংস্কারের।’