আজ রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জুড়ীতে নবযোগদানকৃত শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৬:১৬ অপরাহ্ণ
জুড়ীতে নবযোগদানকৃত শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

Sharing is caring!

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
মৌলভীবাজারের জুড়ীতে জায়ফরনগর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও বদলীজনিত শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং নবযোগদানকৃত শিক্ষকদের বরণ অনুষ্ঠান শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
জায়ফরনগর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জায়ফরনগর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরমান আলী।
ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ উদ্দিন ও বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এখলাসুর রহমান, জুড়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদ হোসাইন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জায়ফরনগর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও পশ্চিম গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ  গিয়াস উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ভূঁইয়া, উত্তর জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রানী ভৌমিক, মানিক সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা ইসলাম, ভূয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফছা খানম, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকুমার কৈরী, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলমোহন দাস, শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর নুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশা রাণী দেবী, চাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, চম্পকলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন চন্দ্র দাস, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদা খানম, উত্তর জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন, বাহাদুরপুর চেরাগ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, চাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ প্রমুখ।
অবসরপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অরবিন্দ চন্দ্র শীল, সহকারী শিক্ষক জগদীশ রঞ্জন গোস্বামী, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুন কান্তি বিশ্বাস। বদলীজনিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আম্বিয়া বেগম, প্রণয় রঞ্জন দাশ, সেবিকা রানী দেব, মোহাম্মদ হারুনুর রশীদ, ইয়াসমিন সুলতানা মেরী, শর্মিলা দে, লক্ষ্মী রানী দাস প্রমুখ।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত, বিদায়ী ও নবাগত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে জায়ফরনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।