আজ রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আজকেও বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে ঢাকা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ণ
আজকেও বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে  ঢাকা

xr:d:DAF1QLBZYs4:749,j:2605746266616033051,t:23123004

Sharing is caring!

টাইমস নিউজ

প্রতিদিনই কোনো না কোনো কারণে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।

দ্বিতীয় অবস্থানে লাহোর আর তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর ৩৯২। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের বায়ুর মানের স্কোর ২৪৭ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ২২৫ অর্থাৎ এখানেও বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। তালিকায় এরপরে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। তারপর ভারতের কলকাতা।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।