আজ মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন’র আত্মপ্রকাশ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৯:২৯ অপরাহ্ণ
লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন’র আত্মপ্রকাশ

Oplus_131072

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) :
চট্টগ্রামের লোহাগাড়ায় ভবন মালিকদের অন্যতম সংগঠন “একতা, নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার প্রত্যয়ে  লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন’র আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আমিরাবাদ ওয়েডিং পার্ক হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান।
লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশনের আহবায়ক, হাশেম পার্কের স্বত্বাধিকারী আলহাজ্ব আবুল হাসেম`র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রবিউল ইসলাম খাঁন।
মাওলানা আবদুল মান্নানের সঞ্চালনায়  বক্তব্যে রাখেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশনের যুগ্ন আহবায়ক,আজিজ টাওয়ারের স্বত্বাধিকারী এম.এ আজিজ,যুগ্ন আহবায়ক, ইলিয়াছ ভবনের স্বত্বাধিকারী মোঃ ইলিয়াছ, যুগ্ন আহবায়ক, জলিল টাওয়ারের স্বত্বাধিকারী মোঃ আবদুল জলিল মেম্বার, যুগ্ন আহবায়ক, নাছির টাওয়ারের স্বত্বাধিকারী মোঃ,নাছির উদ্দিন,ইঞ্জিনিয়ারিং ওয়াল্ড বিল্ডিং ডিজাইনের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মামুন উদ্দিন,সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী মোঃ আবু ছিদ্দিক ও নাজিম বিল্ডিং এর স্বত্বাধিকারী মোঃ,নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকু্ল ইসলাম, লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশনের অর্থ সম্পাদক জাহাঙ্গীর টাওয়ারের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম,ফোরকান টাওয়ারের পরিচালক মোঃ জসিম উদ্দিনসহ ভবনের সকল মালিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বলেন,ভবন মালিকদের জন্য ঐক্যের জন্য অবশ্যই সংগঠন প্রয়োজন রয়েছে,একটি সংগঠন করার জন্য ভবন মালিকদের ধন্যবাদ জানাচ্ছি।  যাদের ভাড়া দিবেন অবশ্যই তাদের কাছ থেকে ফরম নিবেন, সেখানে ভাড়াটিয়াদের সকল তথ্যগুলো লিখা থাকবে। সকল ভবনগুলো সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসতে হবে। এক্ষেত্রে ভবনে কোন অপরাধ প্রবণতা দেখা দিলে তা শনাক্ত করা সম্ভব হবে। লোহাগাড়া থানা পুলিশ আপনাদের যেকোন সময় পাশে থাকবে।