আজ শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

যাচ্ছো কোথায়

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ণ
যাচ্ছো কোথায়

Sharing is caring!

দিলারা হাফিজ

গানে গানে চোখ মুদে এলে
ভেসে ওঠি অবচেতনার মৎসজলে…
অভিমানী কিছু সুর-লহরী…বেজে যায় রিনিঝিনি—
কখনোবা মিসিসিপি কিংবা সোমেস্বরীর বিরিশিরি মহালে…
দাবানলের মতো মুহূর্তে ছড়িয়ে যায় দহনের আলো
এইসব আগুনে পোড়া মৃত-কথা—সুতি ছাপা শাড়ি
সফেদ পাঞ্জাবী—-ছাই-ভস্মে চাপা পড়ে থাকে,থাক না—-
কখনো কি বলা যায়? যায় না—গো!
কত ভয় উজিয়ে পরাক্রান্ত প্রেম…কুরুক্ষেত্র অবধি
এসেও—ফিরে গেছে—-হেরে গেছে অভিমুন্য চক্রব্যুহে!
সেই কবেকার—অপমান ও পরাজয়ের ডালা আজো কেন যে বয়ে বেড়াতে হয়—কেউ বুঝি জানে?
পরিনতিহীন কত প্রেম পাশাপাশি কতকাল হেঁটেছে
বিব্রতবিধুর…গোধূলিবেলা-—তবু ছিলো তা প্রতিশোধহীন…
হাতের কবজি ছুঁয়ে যার ঘড়িতে সময় জেনেছিলাম
অধর্মের উদ্ধত রক্তচক্ষু দুহাতে সরিয়ে—
সাকুল্যে ঐটুকুই তো ছোঁয়া—-
রেসকোর্সের খুঁণসুটি হয়ে এখনো ফুটে আছে যেন কাঁঠালিচাপা !
অনন্ত বৃক্ষের ছায়ায় বসে দুটাকার বাদাম খেতে খেতে
সেসব দিন আজো তো প্রতিহিংসা-পরায়ণ এক অজর আয়না—-ডেকে বলে,যাচ্ছো কোথায়?
১৯/২/২৪

 

দিলারা হাফিজ: কবি