আজ শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে বইমেলার আনন্দমেলা: জ্ঞানের উৎসবে মাতোয়ারা পাঠকরা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৩:২৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে বইমেলার আনন্দমেলা: জ্ঞানের উৎসবে মাতোয়ারা পাঠকরা

Sharing is caring!

তাপস দাশ শ্রীমঙ্গল:
শব্দের গন্ধে ভরে উঠেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল। বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে পড়েছে জ্ঞানের মুগ্ধতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সরকারি কলেজের আয়োজনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এক অপূর্ব বইমেলা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) শহরের প্রাণকেন্দ্রে শহীদ মিনার প্রাঙ্গণে “বই হোক আভিজাত্যের প্রতীক”—এই স্লোগানে মুখরিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। মেলাকে প্রাণবন্ত করতে সহযোগিতার হাত বাড়িয়েছে শ্রীমঙ্গল পৌরসভা, উত্তরণ পাঠচক্র ও পাঠক সংঘ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গণমাধ্যমকর্মী ও সংস্কৃতিকর্মীরা।
উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন বলেন, “যুগের পর যুগ বই আমাদের জ্ঞানের উৎস হয়ে আছে। তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি আরও আগ্রহী করে তুলতে আমাদের এই আয়োজন। আশা করছি, এই বইমেলা নতুন পাঠক তৈরি করবে, তাদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত করবে।”
মেলার প্রতিটি স্টলে ভিড় জমেছে বইপ্রেমীদের। ইসলামিক ফাউন্ডেশন, পাঞ্জেরী, বাবুই, নাগরী, সহজ প্রকাশ, গ্রন্থ কুটিরসহ বিভিন্ন প্রকাশনার স্টলে নতুন ও জনপ্রিয় বইয়ের সমাহার দেখা গেছে। ছোটদের জন্য রূপকথা, প্রবন্ধ, উপন্যাস, কবিতার বইয়ের এক বিশাল সংগ্রহে চোখ ধাঁধিয়ে যাচ্ছে পাঠকদের।
বইমেলায় ঘুরতে আসা এক তরুণ পাঠক, কলেজ পড়ুয়া শিক্ষার্থী মুমিন আহমেদ বললেন, “বইমেলা মানেই যেন এক অন্য রকম ভালোলাগা। নতুন বইয়ের ঘ্রাণ, আর বন্ধুদের সাথে জ্ঞানভিত্তিক আলোচনায় সময় কাটানো—এ এক অনন্য অনুভূতি!”
একজন অভিজ্ঞ পাঠক সালমা ইসলাম জানালেন, “এখনকার ডিজিটাল যুগেও বইয়ের আবেদন কখনও শেষ হবে না। একটি ভালো বই হাতে নিলে যেমন শান্তি মেলে, তেমনি মনও বিকশিত হয়। এই মেলা আমাদের বইয়ের প্রতি প্রেম আরও বাড়িয়ে দিচ্ছে।”
মেলার পরতে পরতে থাকছে সাহিত্য আড্ডা, কবিতা পাঠ, বই উন্মোচনসহ নানা আয়োজন। প্রতিদিন বিকেল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে সকল পাঠকের জন্য। আয়োজকেরা সবাইকে আহ্বান জানাচ্ছেন—”এসো, বই পড়ি, জ্ঞানের আলোয় আলোকিত হই!”
পাঁচ দিনের এই বইমেলা শুধু বই কেনা-বেচার স্থান নয়, বরং এটি এক চেতনার মঞ্চ, যেখানে ভাষা, সংস্কৃতি ও জ্ঞানের অপার সৌন্দর্য মিলেমিশে একাকার। শ্রীমঙ্গলের আকাশজুড়ে তাই প্রতিধ্বনিত হচ্ছে—”বই পড়ো, নতুন পৃথিবী গড়ো!”