আজ রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কাপাসিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান 

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০২:৪৩ অপরাহ্ণ
কাপাসিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;?brp_mask:0;?brp_del_th:null;?brp_del_sen:null;?delta:null;?module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

Sharing is caring!

আকরাম হোসেন হিরন কাপাসিয়া প্রতিনিধিঃ

 

গাজীপুরে কাপাসিয়া উপজেলা পাবুর উচ্চ বিদ্যালয়,পাবুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবুর প্রি- ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানের পুরস্কার বিতরণ এবং ফজিলা আলী ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার ২২ ফেব্রুয়ারি দিনব্যাপী পাবুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বাষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ এবং ৫১ জন কৃতি শিক্ষার্থীদের  বৃত্তি প্রদান করা হয়।
কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজগর হোসেন খানের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং  কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ফজিলা আলী ফাউন্ডেশনের সদস্য সচি এড,মোঃ ইকবাল হোসেন শেখ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ সম্পাদক এড,আজিজুল রহমান বাবুল, গাজীপুর জেলা দায়রা জজ আদালতের এপিপি এড,আলমাস উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল ফকির, দৈনিক সমকাল কাপাসিয়া প্রতিনিধি ও বেগুনহাটি ফাযিল মাদ্রাসা সহযোগী অধ্যাপক মোঃ আঃ কাইয়ুম,১৭ বিজগেইট কর্মচারী সমিতি গাজীপুর জেলা সভাপতি কামাল হোসেন শেখ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলী আকবর শেখ,বিএনপির ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ কানন সরকার,বিশিষ্ট ব্যবসায়ী মোমেন শেখ,পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হেকিম, পাবুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগম, পাবুর প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রাশিদা বেগম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাবুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন সহ উপজেলা,  ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং  অভিভাবক শিক্ষার্থীরাউপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।