আজ মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি বছরের ডিসেম্বর বা পরের বছরের মার্চে জাতীয় নির্বাচন : প্রেসসচিব

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০২:০৮ অপরাহ্ণ
চলতি বছরের ডিসেম্বর বা পরের বছরের মার্চে জাতীয় নির্বাচন : প্রেসসচিব

Sharing is caring!

অনলাইন ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে বা ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তবে সব সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর বলে জানান তিনি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে তিনি বলেন, ‘এখন পর্যন্ত তিনি পদত্যাগ করেননি।

নতুন রাজনৈতিক দল গঠনসহ অন্যান্য বিষয়ে নাহিদ ইসলামের ইচ্ছায় হবে। এটাতে সরকার কোনো মন্তব্য করতে চায় না।’
প্রেসসচিব বলেন, সরকারি সব অফিসে ই-ফাইলিং করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সরকারের সব প্রতিষ্ঠানে ই-ফাইল পদ্ধতি চালুর নির্দেশনা প্রদান করেন।

এ ছাড়া সব প্রকল্পে তৃতীয় পক্ষের লোকজন দিয়ে প্রকল্প মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রেস সেক্রেটারি।

ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথি।