আজ বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:০৫ অপরাহ্ণ
মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন

Sharing is caring!

 

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ কাবাডি টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে সকাল ১০.৩০ ঘটিকায় এই কাবাডি প্রতিযোগিতা শুরু হয়।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় জেলা পুলিশ সুপার বলেন, “একজন পুলিশ সদস্যের যেমন শারীরিক সক্ষমতার পাশাপাশি চোখ-কান খোলা রেখে কাজ করতে হয়, কাবাডি খেলাতেও একজন খেলোয়াড়কে শারীরিক ও মানসিক উভয় সক্ষমতা দেখাতে হয়। খেলায় হার-জিত থাকবেই এটা খেয়াল রেখে খেলোয়াড়দের পেশাদারিত্বের সাথে খেলতে হবে। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী সেটার ছাপ খেলাতেও থাকবে বলে আমি প্রত্যাশা করি।”

উক্ত খেলায় সিলেট রেঞ্জের ০৪ (চার) জেলার ০৪ (চার) টি দল অংশগ্রহণ করে। আগামীকাল উক্ত কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উক্ত কাবাডি প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেনসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।