নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
টাংগাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী মানবিক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে অসচ্ছল মুসলিম নাগরিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার(০২ মার্চ ২০২৫ খ্রি.)সকালে নাগরপুর বাজারে আইয়ূব আলী সুপার মার্কেটের সামনে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান এ ইফতার সামগ্রী বিতরণ করেন।
ইফতার সামগ্রী উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন মাওলানা ছামিনুর ইসলাম,যুবনেতা মাওলানা শুইবুর রহমান,ডা.কাউছার খাঁন,মাওলানা আব্দুল্লাহ আল মামুন,যুবনেতা আব্দুল মতিন,ব্যবসায়ী শিবলি সাদিক,সাধন চন্দ্র প্রমূখ।
উল্লেখ্য-মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতার পর থেকেই বাংলা অর্থসহ কুরআন বিতরণ,ফ্রি মেডিকেল ক্যাম্পেইন,ফ্রি রক্ত গ্রুপি নির্নয় কর্মসৃচী,দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ,মেধাবীদের মাঝে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান,করোনাকালীন মাস্ক বিতরন,সচেতনতা মৃলক লিফলেট বিতরন,রান্না করা খাবার বিতরন,শীর্তাতের মাঝে বস্ত্র বিতরণ, শুকনা খাবার বিতরন, ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সময়ে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এই সেবামূলক প্রতিষ্ঠান।