Sharing is caring!

বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে “ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ “ উপলক্ষে আয়োজিত “একুশ আমাদের অহংকার “শীর্ষক আলোচনা সভা শেষে ময়মনসিংহ মুসলীম গার্লস স্কুলে রাষ্ট্র ভাষার দাবীতে স্কুলে কালো পতাকা উত্তোলনের অপরাধে শিক্ষাজীবন থেকে বহিষ্কৃত হন দশম শ্রেনীর মেধাবী ছাত্রী ভাষাসৈনিক ছালেহা বেগম ।
৭৩ বছর পর মরোনোত্তর এই সম্মাননা পদক প্রদান করা হয় ।
অনুষ্ঠান টি গতকাল ২৬ শে ফেব্রুয়ারী সেগুন বাগিচাস্থ শিশু কিশোর মিলনায়তনে ,জাহাংগীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এম এ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।অন্যান্য্যের মধ্যে আলোচক স্বদেশ বিচিত্রা সম্পাদক ভাষাসৈনিক ছালেহা বেগম সহ দেশের সর্বত্র ছড়িয়ে থাকা সকল ভাষা সৈনিকদের মর্যাদা প্রদান ও সর্বস্তরে বাংলার প্রচলনের উপর আলোকপাত করেন ।
“মরোনোত্তর সম্মাননা “পদকটি গ্রহন করেন ভাষাসৈনিক ছালেহা বেগমের বড়ছেলে লেখক , গবেষক সৈয়দ শাকিল আহাদ ও দুই মেয়ে এডভোকেট সৈয়দা ফেরদোস আরা ও এডভোকেট সৈয়দা ফরিদা আক্তার ।