Sharing is caring!

তাপস দাশ শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ঘটে গেছে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা, যা কেড়ে নিয়েছে দুই তরতাজা প্রাণ। আহত হয়েছেন অন্তত ১৮ জন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার (৩ মার্চ) দুপুরে সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চা বাগান সংলগ্ন ‘ভাঙ্গা’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিকবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় নিশ্চিত করে জানা গেছে, তারা দুজনই আমরাইল চা বাগানের বাসিন্দা—একজন বিশাল (১৯) ও অন্যজন হৃদয় রবি দাস (৩২)। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, গুরুতর আহত আটজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়, তবে পথেই দুজনের মৃত্যু ঘটে। বর্তমানে ছয়জনের অবস্থা সংকটাপন্ন।
সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত পিকআপটি আটক করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় শ্রীমঙ্গলের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিরাপদ সড়কের দাবি জানিয়ে দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।