আজ সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ইফতার বিতরণ  

editor
প্রকাশিত মার্চ ৯, ২০২৫, ০৩:১৮ অপরাহ্ণ
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ইফতার বিতরণ  

Sharing is caring!

উৎপল বড়ুয়া সিলেট :
পবিত্র রমজান মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন  লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ এর জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ।
তিনি লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে আরো বলেন,আত্মশুদ্ধি ও ত্যাগের এই মাসে সকল বিত্তবানদের উচিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শিলাইগড়া গ্রামের জান আলী মুন্সী বাড়ি এলাকায় পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের অঙ্গসংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট।
শনিবার ৮ মার্চ লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ এর পৃষ্ঠপোষকতায় ১০৫ পরিবারকে পর্যাপ্ত ইফতার সামগ্রী প্রদান অনুষ্ঠান ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর কনসার্ন রিজিয়ন চেয়ারপারসন লায়ন মোহম্মদ মুছা এমজেএফ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী এলিট এর আইপিপি লায়ন নাজমুল হুদা এমজেএফ, সেক্রেটারী লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, ট্রেজারার লায়ন মো. শহিদুল ইসলাম শহীদ, লায়ন মো. ফারুক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।