আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দরিদ্র রিক্সা চালকদের মাঝে ইফতার বিতরণ করল আলোকিত বাংলাদেশ 

editor
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ০৮:২১ অপরাহ্ণ
দরিদ্র রিক্সা চালকদের মাঝে ইফতার বিতরণ করল আলোকিত বাংলাদেশ 

Oplus_131072

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
শ্রমজীবী দরিদ্র রিক্সা চালকদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করল দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সামাজিক সংগঠন আলোকিত বাংলাদেশ।
শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার পুরাতন বিওসি এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইফতার বিতরণের এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান নূর মোহাম্মদ।
প্রধান অতিথি নূর মোহাম্মদ তার বক্তব্যে জানান, শ্রমিকরা আমাদের দেশের চালিকাশক্তি। তারমধ্যে রিক্সা চালক ভাইরা অন্যতম। আলোকিত বাংলাদেশ এর পক্ষ থেকে এ পর্যন্ত এক হাজার পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে৷ রিক্সা চালক ভাইরা সারাবছর আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। তাই প্রতিবছরের ন্যায় এবছরও রিক্সা চালক ভাইদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।