আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে পত্নীতলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ০২:৫৭ অপরাহ্ণ
ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে পত্নীতলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Sharing is caring!

মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি:

দেশব্যাপী নারীর প্রতি নিপীড়ন, সহিংসতা, ধর্ষণ ও ধর্ষকের দ্রুততম বিচারের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ১৬ মার্চ ) বেলা ১১ টায় পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বরে সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে দেশব্যাপী নারীর প্রতি নিপীড়ন, সহিংসতা, ধর্ষণ ও ধর্ষকের দ্রুততম বিচারের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা মো: মারুফ মোস্তফা, মো: জোবায়ের আহম্মেদ, নওগাঁ জেলা ছাত্রদলেন ছাত্র নেতা মো: রাকিবুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সম্প্রীতি আমরা লক্ষ করছি আমাদের এই নতুন স্বাধীন বাংলায় মা বোনদের প্রতি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছে। আমরা দেখেছি আয়েশার মতো ছোট শিশুকে ধর্ষিত হতে, শুধু তাই নয় গতকাল আমাদের পত্নীতলার শিহাড়া ইউনিয়নেরও ১০ বছরের একটি মেয়ে কে ধর্ষণের শিকার হতে। আমরা চাই আমাদের নতুন স্বাধীন বাংলায় দ্রুত বিচারের মাধ্যমে সকল ধর্ষকের সর্ব্বোচ্চ শাস্তি মৃতদন্ড নিশ্চিত করতে।