Sharing is caring!

টাইমস নিউজ
চলতি অর্থবছরের ৮ মাস পেরিয়ে গেলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতি ফেরেনি। এ সময়ে বাস্তবায়ন হয়েছে ২৪ দশমিক ২৭ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩১ দশমিক ১৭ শতাংশ।
চলতি জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে ৬৭ হাজার ৫৫৩ কোটি টাকা। গত অর্থবছরে খরচ হয়েছিল ৮৫ হাজার ৬০৩ কোটি টাকা। এ ছাড়া এখনো ১০ শতাংশের নিচেই এডিপি বাস্তবাবয়ন হার রয়েছে ৮টি মন্ত্রণালয় ও বিভাগের। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মাসিক অগ্রগতি প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সোমবার প্রতিবেদটি প্রকাশ করে সংস্থটি।
এতে দেখা যায়, চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ রয়েছে ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৬৫ হাজার কোটি, বৈদেশিক সহায়তার ১ লাখ কোটি এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৩ হাজার ২৮৯ কোটি টাকা। কিন্তু গত ৮ মাসে সরকারি তহবিলের ৩৪ হাজার ৮৫৮ কোটি, বৈদেশিক সহায়তার ২৭ হাজার ৪৭১ কোটি এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫ হাজার ২২৪ কোটি টাকা ব্যয় হয়েছে।
প্রতিবেদন পর্যালোচনা করে করে দেখা যায়, গত কয়েক অর্থবছরের তুলনায় এ অর্থছরের ৮ মাসে সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন ছিল ৩২ দশমিক ১০ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ৩৫ দশমিক ৮০ শতাংশ এবং ২০২০-২১ অর্থবছরে বাস্তবায়ন হয়েছিল ৩৩ দশমিক ৮৩ শতাংশ।
চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি এডিপি বাস্তবায়নের হার ১০ শতাংশের নিচে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো- স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, ভূমি মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
এদিকে এডিপি বাস্তবায়নে এগিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো- বিদ্যুৎ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএমইডি, ইআরডি, মন্ত্রিপরিষদ বিভাগ এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।