Sharing is caring!

রেশিয়া খান
জীবন এক বহতা নদীর মতো বয়ে চলে ,
একদিন গিয়ে থেমে যায় মৃত্যুর দ্বারে শেষ নিঃশ্বাস ফেলে I
যখন থাকেনা কোন পিছু টান দেখার, ফিরিয়ে দেয় না প্রকৃতি কোন ছলে I
তখন করতে আমাদের হয়না যেন আফসোস পিছনে কি তুমি জীবনে করে গেলে I
শোভন সুন্দর মনে করো যদি সমাজে মানবতার সেবা রয়ে যাবে তোমার সে কৃত্রি গুলি I
যোজন যোজন স্মৃতির মাঝে বেঁচে রবে তুমি হাজার মানুষের মুখে মুখে ,
তারা তোমার স্মরণে সেদিন শুধু তোমারই কথা যাবে বলে I
মরণ আসিবে যেদিন হাসিবে তুমি আকাশের নীলে ,
জগত কাঁদিবে সেদিন বিরহে তোমার ভাসাবে বুক তাদের চোখের জলে I
এমন জীবন গড়ে যাবে মানুষের মনে বেঁচে থাকতে হলে ,
ভালো সুন্দর স্মৃতির মুহূর্তের সবার মনে দাগ কেটে যাবে বন্ধু নয়তো বা তাদের আপনজন বলে I
জীবন শেষে মরণে সমাপ্তি হবে এই জগতের খেলা I
এড়াতে পারবে না কেউ শুধু অপেক্ষা,
তবে একটু ভালো কিছু উদাহরন সমাজে রেখে যেতে পারি যেন গোধূলি বেলা I
মরণের ডাকে এই তো চিরন্তন সত্য, আমরা সবাই যাব এই মায়াবী পৃথিবী ছেড়ে একদিন চলে I
আফসোস থাকেনা যেন তখন কি তুমি তোমার জীবনের প্রাপ্তি কিংবা আরতি অসম্পূর্ণ রেখে গেলে I
রেশিয়া খান ; কবি