চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার স্বনামধন্য সংগঠন আল ব্যায়্যিনাহ ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর বৃত্তি প্রকল্প’র আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ হয়েছে আজ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর)বিকেল ৩টায় উপজেলা সম্মেলনকক্ষে উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আল ব্যায়্যিনাহ ওয়েল ফেয়ার ট্রাষ্ট’র বৃত্তি প্রকল্পের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল ব্যায়্যিনাহ ওয়েল ফেয়ার ট্রাষ্ট’র এ বৃত্তি প্রকপ্ল নিঃসন্দেহে খুবই একটি ভাল উদ্যোগ। এর মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবীদের সাথে প্রতিযোগিতার সুযোগ পেয়ে নিজেদের মেধাকে আরও যাচাই করার সুযোগ পাই। এতে শিক্ষার্থী পরবর্তীতে নিজেকে আরও বেশি দক্ষভাবে গড়ে তুলতে উৎসাহিত হয়।
ফলাফল প্রকাশের এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক রিদওয়ানুর রহমান রাইহান, সদস্য সচিব আজাদ শেখ, শিক্ষা সচিব জোবাইদ হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক কায়ছার হামিদ, সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আহাদ প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া- লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন’র ধর্ম বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দীনসহ লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।