আজ মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নেক্সাস টেলিভিশনে আজ জেসমীন নূর প্রিয়াংকা

editor
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ণ
নেক্সাস টেলিভিশনে আজ জেসমীন নূর প্রিয়াংকা

Sharing is caring!

টাইমস নিউজ 

নেক্সাস টেলিভিশনে আজ লাইভ আড্ডার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়েছেন প্রজাপতি ফাউন্ডেশনএর চেয়ারম্যান জেসমীন নূর প্রিয়াংকা। সময় সন্ধ্যা ৬:৩০ টা থেকে ৭.৩০টা পর্যন্ত।
লেডিস ক্লাব লাইভে আড্ডায় জুমে শুধু নারীদের যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। প্রিয়াংকা জানান,
লাইভ চলাকালীন জুমে পরিচিত শুধু নারী কেউ আড্ডা দিতে চাইলে লাইভ চলাকালীন এই জুম আড্ডায় অংশ নিতে পারবে।
দেখার আমন্ত্রণ রইল।
জেসমীন নূর প্রিয়াংকা একসময় শিক্ষকতা করেছেন। তাকে সবাই মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ ও কবি হিসেবে চেনেন।

ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের সন্তান প্রিয়াংকা ।

১৯৮১ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকা সামরিক হাসপাতালে (সি.এম.এইচ) জন্ম। তিন বোন ও এক ভাইয়ের মাঝে মেঝ।
এম এ (ইসলামের ইতিহাস) জাতীয় বিশ্ববিদ্যালয় এবং স্নাতকোত্তর (বিজনেস এন্ড ম্যানেজমেন্ট) ফার্স্ট ক্লাস ফার্স্ট- টি ডব্লিউ ইউনিভার্সিটি, ফ্লোরিডা, ইউ এস এ থেকে সম্পন্ন করেছেন। বাবা- একজন সেনা কর্মকর্তা ছিলেন বলে বাংলাদেশের প্রায় প্রতিটি বিভাগে লেখাপড়া করার সুযোগ হয়।
স্কুল জীবন থেকেই লেখালেখির শুরু। দীর্ঘ সময় বিরতির পর আবার লেখালেখিতে ফিরে আসা। প্রথম একক কাব্যগ্রন্থ ‘তোমার ছোঁয়ায় আকাশ’ ছোটদের জন্য আছে ‘মেঘপরী’ সহ অসংখ্য যৌথ বই। “মেঘপরী ” বই টি তিনবার ছাপা হয়েছে।এবার এই বইটি ভার্সনে নিয়ে যাবো। আমার “নারী” শির নামের একটি কবিতা দশ ভাষায় প্রকাশিত হয়েছে। কর্মজীবনে প্রায় ১৫ বছর শিক্ষকতার সাথে যুক্ত ছিলাম । দুটি কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা।একটি ঢাকা অপরটি ব্রাহ্মণবাড়িয়া । বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের আজীবন সদস্য ও জাতীয় মহিলা ইউনিটের সাধারন সম্পাদক ।