রাজু সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়িতে গণ উন্নয়ন কেন্দ্রের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি প্রশাসনিক কর্মকর্তা রোহন আজাদ মন্ডলের সভাপতিত্বে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার এ,কে,এম রোকনুদৌল্লা ।
সভায় জিইউকের প্রোগ্রাম ম্যানেজার মুনির হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের খতিব, সাংবাদিক, সুধীজন, সংশ্লিষ্ট ইউপি সদস্য গণ, সংরক্ষিত মহিলা সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ বক্তব্য দেন।
সভায় দূর্যোগের মোকাবেলায় প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তন সহনশীলতা, নদীর অববাহিকার বন্যাপ্রবণ এলাকার ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা এবং আগাম পদক্ষেপ দূর্যোগপ্রবোণ কমিউনিটি খাদ্য নিরাপত্তা, সুবিধাভোগী পরিবারের জীবনমান উন্নয়ন ও সচেতনতা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং উত্তরণের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে কঞ্চিপাড়া ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মোট ৩৬ জন সদস্য অংশগ্রহন করেন।