আজ মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

হৃদয়সংবেদী আয়োজনে ভোলার লালমোহনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

editor
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ণ
হৃদয়সংবেদী আয়োজনে ভোলার লালমোহনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

Sharing is caring!

রিপন শান
অত্যন্ত হৃদয়তাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ভোলা জেলার লালমোহনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে ।
বুধবার (২৬ মার্চ ২০২৫) সকালে লালমোহন সরকারি হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন, পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ ।
এসময় অভিবাদন মঞ্চে তার সাথে উপস্থিত ছিলেন- লালমোহন থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা মোঃ রণি, লালমোহন পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ সাদেক মিয়া জান্টু, লালমোহন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই একাত্তরের বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরেন করেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ সহ নেতৃবৃন্দ।
মাহে রমজানের পবিত্রতা ও শুদ্ধতা মাথায় রেখে ,
জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের এক অন্যরকম হৃদয়গ্রাহী সংবর্ধনা প্রদান করে লালমোহন উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদের দোতলায় অবস্থিত কনফারেন্স লাউঞ্জে বীরমুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে- উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমোহন পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ সাদেক মিয়া জান্টু ; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য রাখেন- লালমোহন থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও লালমোহন প্রেসক্লাব আহ্বায়ক সোহেল আজিজ শাহীন , বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুস শহীদ, লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আব্দুল হক প্রমুখ।
বক্তব্য রাখেন- লালমোহন উপজেলা জাসাস সভাপতি ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ আজাদুর রহমান হাওলাদার, বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মিয়া, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান, লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য প্রভাষক জাহিদুল ইসলাম নোমান পাটোয়ারী, লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ বজলুর রহমান,গণ অধিকার পরিষদ লালমোহন উপজেলা শাখার আহবায়ক মোঃ  আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা যুবদলের অন্যতম নেতা মোঃ নিজাম উদ্দিন মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভাপতির বক্তব্যে মোঃ শাহ আজিজ বলেন- মুক্তিযুদ্ধ শুধু একাত্তরের নয়মাসে হয়নি। ১৯৪৭ সালে দেশবিভাগে  শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হাজার হাজার মাইল দুরত্বকে মাঝখানে রেখে যে অসম পাকিস্তান রাষ্ট্র তৈরি করা হয়েছিল  এবং পশ্চিম পাকিস্তানী শাসকগোষ্ঠী কর্তৃক দুই পাকিস্তানের মধ্যে যে বৈষম্যের পাহাড় তৈরি করা হয়েছিল; তার অবসানকল্পেই বাঙালির মুক্তিযুদ্ধের সূচনা।
এসময় বীরমুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে তিনি আরো বলেন-
আপনারা জীবনবাজি রেখে স্বাধীনতা এনে দিয়েছিলেন বলেই আজ আমরা বড়ো বড়ো চেয়ারে আসীন । আপনাদের শ্রম ঘাম রক্তের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবোনা।