আজ মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

লোহাগাড়া জাতীয়তাবাদী শ্রমিকদলের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

editor
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ণ
লোহাগাড়া জাতীয়তাবাদী শ্রমিকদলের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

Oplus_0

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শ্রমিকদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ মার্চ) আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. ছলিম উদ্দিন খোকন।
যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম, সদস্য সচিব রাশেদুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুসলিম উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজামুদ্দিন মেম্বার, চরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল কবির সওদাগর, লোহাগাড়া উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বেলাল কোম্পানি প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এস.এম. ছলিম উদ্দিন খোকন চৌধুরী বলেন, আজ এই দিনে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেতার কেন্দ্র দখল করে এ দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের আরও কঠোর অবস্থান নিতে হবে। দীর্ঘ ১৭ বছর তারা যে জুলুম করেছে তা বিচার না হওয়া পর্যন্ত আমাদের আরও কঠোর অবস্থানে মাঠে থাকতে হবে।