আজ শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি বাংলাদেশ এর সেচ্ছাসেবী মিলনমেলা ও সন্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন 

editor
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ০২:২০ অপরাহ্ণ
সিলেটে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি বাংলাদেশ এর সেচ্ছাসেবী মিলনমেলা ও সন্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন 

Sharing is caring!

উৎপল বড়ুয়া সিলেট,
সিলেটে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগী সংগঠন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে সেচ্ছাসেবী  মিলনমেলা ও সন্মাননা প্রদান অনুষ্ঠান সিলেট মহানগরীর নাইওরপুলস্থ হোটেল সিলভিউ’র হলে শনিবার ১৬ নভেম্বর ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা হাফিজ মাও: মো: ছালিম আহমদ খান এর সভাপতিত্বে, মোফাজ্জল আহমদ নোমান ও ইমদাদ ইভান এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো:রিয়াজ, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন খাজা ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সংগঠক মাও: সাদিক সালীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত শাহপরান (রহ) উচ্চ বিদ্যালয়ের সহ: প্রধান শিক্ষক এডভোকেট মাহবুবুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমদ,বিশিষ্ট ব্যবসায়ী হাছিবুর রহমান জুয়েল, ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা মশিউর রহমান চৌধুরী, আবিদ হোসেন খান, সমাজসেবক ও সংগঠক নূরে আলম সিদ্দিক, ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাশেদ বাবু রাজ , ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রধান সমন্বয়ক আল মেজবা রায়হান প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠান মালায় বিভিন্ন ক্ষেত্রে মানবিক কাজে অবদান রাখায় সারা বাংলাদেশ থেকে বাছাই করা ৩৫ টি মানবিক সংগঠনকে  ও রক্তদান কর্মসূচিতে অবদান রাখায় ১০৫ জন মানবিক কর্মীকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্বেচ্ছাসেবা এমন এক কাজ যা ব্যক্তিকে মানবিক করে এবং সমাজকে মানবিক হতে সাহায্য করে। পড়াশোনার পাশাপাশি এতগুলো তরুণ একটি ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে দেখে সত্যি অবাক করেছে আমাদের।’ এই তরুণদের কাজে উৎসাহ দিতে সম্মাননা আয়োজন করায় ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানান।