Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় হেফাজত ইসলাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার (২১ এপ্রিল) বাদে আছর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বটতলী মোটর স্টেশন প্রদক্ষিন করে চৌধুরী প্লাজা মাঠে সমবেত হয় সকলে।
হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবুল হাছান আশরাফির নেতৃত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ছরওয়ার কামাল আজিজি।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, মাওলানা আবুল হাছান আশরাফি-নায়েবে আমির, মাওলানা মহিউদ্দিন-নায়েবে আমির লোহাগাড়া, মাওলানা আব্দুল নূর-নায়েবে আমির, মাওলানা মুফতি হাবিবুল ওয়াহেদ-মুফতি আমির, লোহাগাড়া, মাওলানা শোয়াইব চৌধুরী-সেক্রেটারি, জুনাইদ সাদেকী-সহ- সাধারণ সম্পাদক, হাফেজ আব্দুল কাইয়ুম-সেক্রেটারি, মাওলানা সাইফুল্লাহ- অর্থ সচিব, মাওলানা ফরিদুল হক, মাওলানা এনাম, মাওলানা শাহ আলম, আব্দুল মুমিন, আমির সাতকানিয়া, দেলোয়ার হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি ছরওয়ার কামাল আজিজি তার বক্তব্যে বলেন, কোরআনের ভাষা হিসেবে আমরা বুঝতে পারি ভারত ও ইয়াহুদীরা যেভাবে মুসলিমদের গণহত্যা করছে তারা ইসলামের প্রধান দুষমন। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের ইমানী দায়িত্ব। এ মুহুর্তে আমরা ইসলামের শত্রুতের পণ্য বর্জন করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারি। সর্বোপরী ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।