Sharing is caring!

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় আগুনে বসতবাড়ি পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিষয়টি গতকাল রাতেই নিশ্চিত করেন ফ্যায়ার সার্ভিস।
রবিবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের চক ধাদাশ গ্রামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, মৃত কবির সরকারের ছেলে শুকুর সরকারের তিনটি ঘরসহ প্রায় ৩ লক্ষ টাকার পেঁয়াজ রসুন পুড়ে গেছে।
তবে পরিবার ও স্বজনরা জানান, পাট কাঠি দিয়ে তৈরি করা গরুর ঘরে সন্ধ্যার কয়েল জ্বালিয়ে দিয়ে পরিবারের লোকজন রাতের খাবারর খেয়ে শুয়ে পরলে সেখান থেকেই ়আগুনের সূত্রপাত ঘটে।
এই ঘটনায় তাদের দাবি সব মিলে প্রায় ১০ লক্ষ টাকার মত ক্ষয় ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির হিসেবে তারা বলছেন, পিয়াজ ৪ লাখ, রসুন দুই লাখ চল্লিশ হাজার, ধনি বিশ হাজার, ফ্রিজ ষাট হাজার, গম ৩২ হাজার, পাট ৭৬ হাজার, কাপড় হিসাব নাই সব দিয়ে ৯ লক্ষ টাকা। স্বর্ণ দেড় ভরি ছিলো পুড়ে গেছে। সেই সাথে পুড়ে গেছে ৬০,০০০ টাকা।
পুঠিয়া ফায়ার সার্ভিসের আবুল কালাম আজাদ বলেন, রাত ১১টা ২৮ মিনিটে আমরা জানতে পেরে ঘটনা স্থলে চলে যায়৷ আমাদের একটি ইউনিটের দুইটি গাড়ি সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আগুন লাগার ঘটনা জানার সাথে সাথে আমি সেখানে আমাদের থানার টহল পুলিশ পাঠাই। স্থানীয় জনগন ও ফ্যায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল দেয়া ফ্যায়ার সার্ভিসের তথ্য মতে ৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।